Maintance

সিএনজি নিয়ে যে কার্টুন ভাইরাল

প্রকাশঃ ৩:৩৭ অপরাহ্ন, নভেম্বর ২১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ন, নভেম্বর ২১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি দেশে রাইড শেয়ারিং অ্যাপ উবার, পাঠাও, স্যাম জনপ্রিয় হয়ে উঠেছে।

কিন্তু এমন অবস্থাতেই এসব অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বন্ধ করতে ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি চালক এবং মালিক সমিতি।

আর তাতেই নড়েচড়ে বসেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। মাধ্যমগুলোতে সিএনজি চালকদের দৌরাত্ম থেকে বাঁচার জন্য দেশে এমন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবার দরকার বলে মতামত দিতে থাকেন বেশিরভাগ ব্যবহারকারী।

তবে গত দুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয় একটি ছবি। মূলত একটি কার্টুন ছবি। যার শিল্পী মেহেদী হক।

মেহেদী হক কার্টুনস পেইজ থেকেই শুধু ছবিটি দুই হাজারের বেশি শেয়ার হয়েছে। এছাড়াও নানাভাবে হাজার হাজার শেয়ার হয়েছে ছবিটি।

রবিউল আলম নামের একজন ছবিটি শেয়ার করে লিখেছেন, ইট মারলে পাটকেল খেতে হয়। সিএনজিওয়ালারা এতোদিন সাধারণ জনগণকে ইট মেরে এসেছে। এবার উবার-পাঠাওয়ে উঠে সিএনজি চালক-মালিকদের পাটকেল মারা হচ্ছে।

মালিহা ইয়াসমন নমের এজকন ছবিটি নিজের ওয়ালে শেয়ার করে একটি গানের কথার আদলে লিখেছেন, আমায় ডেকো না, ফেরানো যাবে না। পাঠাওয়ে চড়ে যে, সিঞ্জিরে গোনে না।

এটি আসলেই একটি ১৮০ ডিগ্রি ঘোরার ছবি। এমন করেই এখন যেনো ডাকে সিএনজি চালকরা। ফেইসবুকে লিখেছেন সানজিদা হক নামের একজন।

এরশাদুল হক লিখেছেন, একটি ছবিই বর্তমান অবস্থার চিত্র তুলে ধরতে সক্ষম। আর এটিই সেই ছবি। ছবি শুধু ছবি না থেকে এটি বাস্তব হোক।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/