HP Banner
Maintance

ওয়ালটনের নতুন ফোন

প্রকাশঃ নভেম্বর ২০, ২০১৭, ০৫:৩২ - আপডেটঃ নভেম্বর ২০, ২০১৭, ০৫:৩২

Walton-S32-Phone-3-techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন মডেলের একটি ফিচার ফোন বাজারে এনেছে ওয়ালটন। ফোনটির মডেল ‘এস৩২’।

ওয়ালটনের কর্মকর্তা আরিফুল হক রায়হান জানান, এতে রয়েছে ২.৮ ইঞ্চির পর্দা।

তিনি জানান, ফোনটির পেছনে থাকছে এলইডি ফ্ল্যাশযুক্ত ২ মেগাপিক্সেলের ক্যামেরা।  সেলফির জন্য সামনে থাকছে ভিজিএ ক্যামেরা।

Walton-S32-techshohor
ডুয়েল সিম সমর্থিত ফোনটিতে ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করা যাবে।

এই ফোনে ব্যবহৃত হয়েছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

বিরক্তিকর ও অনাকাঙ্খিত নম্বর থেকে কল আসা বন্ধ রাখতে ফোনে রয়েছে ব্ল্যাকলিস্টের সুবিধা।

এর দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৯০ টাকা।

আনিকা জীনাত

*

*

সর্বাধিক পঠিত