![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশের বাজারে একটা ভালো অবস্থান তৈরি করেছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড শাওমি।
সম্প্রতি ভারতেও তালিকার একেবারে উপরের দিকে উঠে এসেছে শাওমি। তবে এবার রাশিয়াতে প্রথমবারের মতো শীর্ষ পঞ্চম স্থানে উঠে এসেছে ব্র্যান্ডটি।
কাউন্টার পয়েন্ট রিসার্চ জানাচ্ছে, রাশিয়াতে সবচেয়ে বর্ধনশীল ব্র্যান্ডের তালিকায় সবার উপরে উঠে এসেছে শাওমি। চীনের এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি দেশটিতে তৃতীয় প্রান্তিকে ৩২৫ শতাংশ প্রবৃদ্ধি করেছে।
বাৎসরিক হিসেবে রাশিয়াতে স্মার্টফোন প্রবৃদ্ধি করছে ৭ শতাংশ। যেটি তৃতীয় প্রান্তিকে করেছে ৩৪ শতাংশ।
কাউন্টার পয়েন্ট বলছে, রাশিয়ায় বাজার ধরতে ‘অ্যাগ্রেসিভ’ মার্কেটিং, মার্কেটিং কৌশল এবং সৃজনশীলতায় চীনা ব্র্যান্ডটি দক্ষতার পরিচয় দিয়েছে। ফলে দেশটিতে খুব অল্প সময়ে এমন অবস্থান করে নিতে সক্ষম হয়েছে।
তবে দেশটিতে এখনো শীর্ষ ব্র্যান্ড হিসেবে বাজারের অধিকাংশ দখল করে রেখেছে দক্ষিণ কোরিয় ব্র্যান্ড স্যামসাং। তারা দেশটিতে মোট ২০ শতাংশ বাজার শেয়ার ধরে রেখেছে। আর তৃতীয় প্রান্তিকের হিসেবে তারা ২৯ শতাংশ বাজারে শেয়ার ধরে রেখেছে।
অন্যদিকে অ্যাপলের আইফোনের বেচাবিক্রিও দেশটিতে ভালো বলে জানাচ্ছে কাউন্টার পয়েন্ট।
আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন