Maintance

ইউটিউবে এল ভিডিও জুম

প্রকাশঃ ৭:০৫ অপরাহ্ন, নভেম্বর ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৩ অপরাহ্ন, নভেম্বর ১৮, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : ইউটিউবে থাকা বেশিরভাগ ভিডিও এখনো ১৬:৯ অনুপাতের। আর ইতোমধ্যেই ১৮:৯ অনুপাত ডিসপ্লের ফোন বাজার দখল করেছে।

তবে যারা পুরাতন ভিডিওগুলো নতুন জমানার ফোনে পুরো স্ক্রিনে দেখতে চান, তাদের জন্য পিঞ্চ টু জুম ফিচার যুক্ত করেছে ইউটিউব।

‌নতুন আপডেটে যুক্ত করা ফিচারটি সকল ১৮:৯ অনুপাতের ডিসপ্লের ফোনে পাওয়া যাবে। ভিডিও দেখার সময় তার ওপর আঙুল দিয়ে পিঞ্চ করলে তা জুম হয়ে পুরো ডিসপ্লে জুড়ে চলতে থাকবে। যদিও এ অবস্থায় ভিডিওর ওপরে ও নীচে তার কিছুটা অংশ বাদ পড়বে।

ভিডিও প্লেব্যাকের এ সমস্যা কাটাতে স্যামসাং ও হুয়াওয়ে তাদের ফোনে কিছু নিজস্ব সফটওয়্যার যুক্ত করলেও ইউটিউব অ্যাপের মধ্যে তা যুক্ত করার ফলে ফিচারটি হয়েছে সার্বজনীন। তবে ভবিষ্যতে বেশিরভাগ ভিডিও ১৮:৯ অনুপাতে ধারণ করা হলে সমস্যাটি থেকে সত্যিকার মুক্তি মিলবে।

জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/