Maintance

টেক শহর অ্যান্সার হান্টের বিজয়ীরা পুরস্কৃত

প্রকাশঃ ৯:৪০ অপরাহ্ন, এপ্রিল ৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ন, এপ্রিল ৪, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেকশহরডটকম আয়োজিত মাসব্যাপি ‘অ্যান্সার হান্ট’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় মেগা পুরস্কার নকিয়ার সর্বশেষ বাজারে আসা অ্যান্ড্রয়েড অপারেটিং নির্ভর স্মার্টফোন ‘নকিয়া এক্স’ জিতে নেন আশিক ইসলাম। এছাড়া প্রতিদিনের পুরস্কার হিসেবে আকর্ষনীয় পেনড্রাইভ জিতে নেন মোট ৩০ জন বিজয়ী।

Answer Hunt prize giving ceremony-TechShohor

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) সভাপতি মুহম্মদ খান, বিআইজেএফের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রুমী, বিআইজেএফের নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন, দৈনিক প্রথম আলো অনলাইনের সাব-এডিটর মিন্টু হোসেন, রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর আয়োজক এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রমুখ।

পুরস্কার বিতরণীর সব ছবি এই লিংক থেকে দেখা যাবে।

– তুহিন মাহমুদ

*

*

Related posts/