Maintance

এবার অ্যান্ড্রয়েডের জন্য ফেইসবুক মেসেঞ্জার আপডেট

প্রকাশঃ ৬:১১ অপরাহ্ন, এপ্রিল ৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:১১ অপরাহ্ন, এপ্রিল ৪, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গত সপ্তাহে আইওএস সংস্করণের জন্য ফেইসবুক মেসেঞ্জারের আপডেট আনে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটি। সেখানে নিত্য নতুন ফিচার যুক্ত করা হয়। শুক্রবার অ্যান্ড্রয়েড সংস্করণের জন্যও নতুন আপডেট আনা হয়েছে।

নতুন সংস্করণে বিশেষ দুটি ফিচার যুক্ত করা হয়েছে। এতে বিশেষ গ্রুপ তৈরি এবং মেসেজ ফরোয়ার্ডের সুবিধা এসেছে। ফিচারটি ব্যবহার করে সহজেই একটি গ্রুপ তৈরি করা যাবে। এছাড়া অন্যদের এই গ্রুপে তার নাম ও ছবিসহ যুক্ত করা যাবে।

facebook-messenger-windows-phone-TechShohor

Symphony 2018

এছাড়া ভয়েস কলের বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে নতুন সংস্করণটিতে। যার ফলে মোবাইল ফোনে ফেইসবুক মেসেঞ্জারটির মাধ্যমে ব্যবহারকারীরা তার বন্ধুদের সঙ্গে কথা বলতে পারবেন।

নতুন সংস্করণ এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

– ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/