Maintance

ভারতে শীর্ষে শাওমি

প্রকাশঃ ৮:০৭ অপরাহ্ন, নভেম্বর ১৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ন, নভেম্বর ১৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দক্ষিণ কোরিয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাংকে পিছনে ফেলে প্রথমবারের মতো ভারতের বাজারে শীর্ষে উঠে এসেছে চীনা ব্র্যান্ড শাওমি।

ভারতে অন্যতম বড় উৎসব দীপাবলী বা দিওয়ালি উৎসবকে কেন্দ্র করে বেচাবিক্রি ভালো হওয়ায় শীর্ষে উঠে এসেছে শাওমি বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি।

স্যামসাং তাদের সর্বশেষ প্রান্তিকে ৯২ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে। আর এতে সেসময় বাজারে ২৩ দশমিক ৫ শতাংশ শেয়ার দখলে রেখেছে স্যামসাং।

xiaomi_mi_logo_orange-techshohor

Symphony 2018

 

আইডিসি বুধবার যে হিসাব প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ভারতে শাওমি সবচেয়ে দ্রুত বাজার সম্প্রসারণ করে চলেছে। আর ৩০০ শতাংশ বাজার প্রবৃদ্ধির ফলে তৃতীয় প্রান্তিকে মার্কেট শেয়ারেও উপরে এসেছে শাওমি।

তবে স্যামসাং প্রতি প্রান্তিকে ৩৯ শতাংশ এবং প্রতি বছরে ভারতে ২৩ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। এই বাড়ার পিছনে গ্যালক্সি জে২, গ্যালাক্সি জে৭ এবং গ্যালাক্সি জে৭ ম্যাক্স সবচেয়ে বেশি অবদান রেখে চলেছে। যা মোট অবদানের ৬০ শতাংশ।

অন্যদিকে ভারতের বাজারে শাওমির রেডমি নোট ৪ সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন। যা এই প্রান্তিকে ৪০ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

ইন্ডিয়ান টাইমস অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

Related posts/