Maintance

ব্যবসাকে বিশ্বব্যাপী ছড়াতে ফেইসবুকের নতুন সল্যুশন

প্রকাশঃ ৪:৩৩ অপরাহ্ন, নভেম্বর ১৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ন, নভেম্বর ১৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবসাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নতুন একটি উদ্যোগ নিচ্ছে ফেইসবুক।

সামাজিক মাধ্যমটির নতুন ‘ক্রস বর্ডার সল্যুশন’টি নতুন করে মোবাইলভিত্তিক অর্থনীতিকে অবদান রাখবে বলে মনে করছে  ফেইসবুক।

বিশ্বব্যাপী কমপক্ষে ১২০ কোটির মতো মানুষ ফেইসবুকে ছোট ছোট এমন ব্যবসায় জড়িত। আর শুধু ভারতে এর পরিমাণ ২৫০ মিলিয়নের মতো।

ভারতে ৪২ শতাংশ মানুষ ছোট ও মাঝারি ব্যবসা নিয়ে ফেইসবুকে সংযুক্ত। আর অন্যান্য দেশে ভারতের অধিবাসীদের মধ্যে এই পরিমাণ ৬৫ শতাংশ।

Symphony 2018

facebook-New-Solution-Techshohor

ফেইসবুকের এমন সল্যুশন বিভিন্ন ভাষায় হবে। যা বাজেটকে সহজ করে তোলে, যেহেতু ফেইসবুক  গ্রাহকের মোট বাজেট এবং প্রচারের লক্ষ্যের উপর ভিত্তি করে সেরা পারফরম্যান্সের জন্য অপ্টিমাইজ করে।

সল্যুশনটি বিশ্বব্যাপী ব্যবসাগুলি ছড়িয়ে দিতে পরবর্তী সর্বোত্তম গ্রাহকদের খুঁজে পেতে বহু-দেশের নানামাত্রিক গ্রাহককে সংযুক্ত করতে পারবে।

ব্যবসাগুলিকে কার্যকরী অন্তর্দৃষ্টিগুলির উপর ভিত্তি করে সীমান্ত ছাড়িয়ে তাদের ব্যবসা কিভাবে এবং কোথায় প্রসারিত করতে পারে তাও সিদ্ধান্ত নিতে পারে।

বিজনেস স্ট্যান্ডার্ড অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

Related posts/