Maintance

ওরিও পেলো নকিয়া ৮

প্রকাশঃ ১:২৬ অপরাহ্ন, নভেম্বর ১৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ন, নভেম্বর ১৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচএমডি গ্লোবালের নকিয়া ৮ ফোনে শীঘ্রই আসছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ওরিও ৮.০ আপডেট।

তবে এখন পর্যন্ত খুব অল্প পরিমাণ ফোনে এই আপডেট এসেছে। যাকে পরীক্ষামূলক হিসেবে বলছে প্রতিষ্ঠানটি।

তবে নকিয়ার কর্মকর্তারা বলছেন, তারা খুব অল্প সময়ের মধ্যে ওরিওর পূর্ণাঙ্গ আপডেট পাবেন নকিয়া ৮ ফোনে।

Android-Oreo-Update-Nokia-techshohor

এদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে স্যামসাংয়ের গ্যালাক্সি  এস ৮ ও গ্যালাক্সি এস৮ প্লাস ব্যবহারকারীদের কাছে ওরিও ৮.০ এর পরীক্ষামূলক সংস্করণ পৌঁছে গেছে। এখন পর্যন্ত মাত্র ০ দশমিক ৩ শতাংশ অ্যান্ড্রয়েড ফোনেই শুধু ওরিও আপডেট এসেছে ।

Symphony 2018

গুগলের নতুন দুই পিক্সেল ফোন ও সনির এক্সপেরিয়া এক্সজেড১ ও  এক্সজেড১ কম্প্যাক্ট ফোনেই শুধু শুরু থেকে ওরিও আপডেট দেওয়া ছিল।

ইতোমধ্যে এইচএমডি গ্লোবাল পরীক্ষামূলক সংস্করণটি নিয়ে এর বেটা প্রোগ্রাম শেষ করেছে। এতে দুই হাজার ব্যবহারকারী রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেদের ফোনে পরীক্ষামূলক সংস্করণটি ব্যবহার করেছেন।

কবে নাগাদ মূল ওরিও আপডেটটি নকিয়া ৮ এর সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে শুরু করবে সে বিষয়ে কিছু জানায়নি এইচএমডি গ্লোবাল ।

তবে নতুন ওরিও আপডেটটি চলতি বছরের শেষ দিকে বা নতুন বছরের শুরুতে ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্যাজেটস ম্যাচ অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/