![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : স্টার্টআপ ডে উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বোরবার এই স্টার্টআপ ডে পালিত হয়েছে।
কর্মশালায় ১৪টি দল তাদের স্টার্টআপ আইডিয়াকে পর্যায়ক্রমে বিকশিত করার জন্য পরিকল্পনা তৈরি করে। প্লাস্টিক ব্যাগের বিকল্প পচনশীল ব্যাগের প্রকল্প উপস্থাপন করে দল পেন্টাগন চ্যাম্পিয়ন ও রেসিপি কনভার্টারের প্রকল্পেরে জন্য নাজদা দল রানার আপের পুরস্কার অর্জন করে।
এছাড়া মেডিকেল এসিস্ট্যান্ট রোবট প্রকল্পকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
গ্লোবাল এন্ট্রারপ্রিনিয়র নেটওয়ার্কের উদ্যোগে প্রতিবছর নভেম্বরের ১৩ থেকে ১৯ তারিখ বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ হিসাবে পালিত হয়। বিডিওএসএন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এন্ট্রারপ্রিনিয়রশীপ বিভাগের উদ্যোগে এবছর বড়ো আকারে এই সপ্তাহ পালিত হচ্ছে। আগামী কাল খুলনা ও দিনাজপুরে উদ্যোক্তব সমাবেশ, ১৫ তারিখে সিলেটে স্টার্টআপ ডে ও রংপুরে উদ্যোক্তা আড্ডা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৫ থেকে ১৯ নভেম্বর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ উদযাপন উপলক্ষে নানা সেমিনার, কর্মশালা ও জমায়েতের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারকোড রেঁস্তোরার স্বত্ত্বাধিকারী মনজুরিল হক, ওয়ালেটমিক্সের সিইও হুমায়ুন কবীর, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রকৌশলী আলী আশরাফ ও বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আনিকা জীনাত