Maintance

স্যামসাংয়ের নতুন প্রসেসর উন্মোচন

প্রকাশঃ ৬:৩৩ অপরাহ্ন, নভেম্বর ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৩ অপরাহ্ন, নভেম্বর ১২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন একটি প্রসেসর উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। বড় কোনো আয়োজন না করে অনেকটা নীরবেই তারা ‘এক্সিনস ৯৮১০’ নামে একটি প্রসেসর উন্মোচন করেছে।

প্রসেসরটিতে দ্বিতীয় প্রজন্মের ১০ ন‍্যানোমিটার প্রযুক্তি ব‍্যবহার করা হয়েছে।

এক ব্লগ পোস্টের মাধ্যমে স‍্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, এই প্রসেসরের সাহায‍্যে ১.২ জিবিপিএস গতিতে ডাউনলোড করা যাবে। এতে রয়েছে তৃতীয় প্রজন্মের কাস্টম সিপিইউ, উন্নত জিপিইউ ও গিগাবিট এলটিই মডেম যা ৬সিএ সাপোর্ট করবে।

Symphony 2018

বর্তমানের স্যামসাংয়ের ফ্ল‍্যাগশিপ ফোন গ‍্যালাক্সি এস৮ ও নোট ৮ এ ব‍্যবহৃত হচ্ছে এক্সিনস ৮৮৯৫। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটির পরবর্তী ফোন গ‍্যালাক্সি এস৯ ডিভাইসটিতে ব‍্যবহার করা হবে এক্সিনস ৯৮১০ প্রসেসরটি।

স্যামসাংয়ের নতুন প্রসেসর নিয়ে কয়েক মাস ধরেই অনলাইনে গুঞ্জন চলছিলো। গুঞ্জনের সঙ্গে প্রসেসরটির অনেক তথ‍্যই মিলে গেছে।

এদিকে, নতুন চিপ নিয়ে চলতি বছর ডিসেম্বরে হাজির হতে যাচ্ছে সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম।‘স্ন্যাপড্রাগন ৮৪৫’ নামে চিপটি ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য আনা হবে। এটি বর্তমানে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ব‍্যবহৃত স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপের উন্নত সংস্করণ।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

 

*

*

Related posts/