Maintance

আইফোন ১০ এর আদলে আসছে শাওমির ফোন

প্রকাশঃ ৪:৪০ অপরাহ্ন, নভেম্বর ৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ন, নভেম্বর ৯, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : এমআই মিক্স সিরিজের পরবর্তী ফ্ল‍্যাগশিপ ডিভাইস নিয়ে কাজ করছে চীনের অ্যাপল খ‍্যাত শাওমি।

এমআই মিক্স ২এস নামের ডিভাইসটি আইফোন ১০ এর আদলে তৈরি করা হবে। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে উইবোতে ফোনটির ফাঁস হওয়া ছবিতে জানা যায় এই তথ্য।

সাধারণত শাওমি মিক্স সিরিজের ফোনগুলোতে ফ্রন্ট ক্যামেরা স্ক্রিনের উপরে দেওয়া থাকে। তবে ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা স্ক্রিনের উপরের প্রান্তের মাঝে দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরার  দুই পাশে ডিসপ্লে থাকার কারণে সেখানে নোটিফিকেশন দেখা যাবে। যা দেখতে সম্প্রতি বাজারে উন্মোচন হওয়া আইফোন ১০ এর মতোই।

ফোনটির কনফিগারেশন কি হতে পারে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এমআই মিক্স ২ ফোনের চেয়ে হার্ডওয়‍্যারে খুব বেশি পার্থক‍্য থাকবে না । তবে ডিভাইসটিতে উন্নত প্রসেসর ব্যবহার করা হতে পারে।

 ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বেজেলহীন ডিসপ্লে আনার দিকেই ঝোঁক বেশি প্রতিষ্ঠানটির।

ফাঁস হওয়া ছবি সম্পর্কে শাওমি পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। হয়তো আগামী বছরেই দেখা মিলতে পারে মি মিক্স ২এস ফ্ল‍্যাগশিপ ফোনের।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/