Maintance

সাশ্রয়ী দামের ফোন আনলো ওয়ালটন

প্রকাশঃ ১১:৫৩ পূর্বাহ্ন, নভেম্বর ৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ন, নভেম্বর ৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ফিচার ফোন ‘পি১২’ বাজারে এনেছে ওয়ালটন। এতে ব্যবহৃত হয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, ফোনটিতে একসঙ্গে দুটি সিম ব্যবহার করা যাবে।

২.৪ ইঞ্চি পর্দার  ফোনটিতে আছে ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি, এমপি ফোর প্লেয়ার। সঙ্গে রয়েছে বিল্ট-ইন অ্যান্টেনা ও রেকর্ডিংসহ সুবিধাসহ এফএম রেডিও। এই ফোনে ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করা যাবে।

Walton-P12-white-techshohor

Symphony 2018

ফোনে ব্লকলিস্টের সুবিধাও রয়েছে। ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে জিপিআরএস।

এর দাম ধরা হয়েছে ১,২৭০ টাকা। সাদা, সবুজ ও কালো রঙে ফোনটি বাজারে ছাড়া হয়েছে।

বাজারে ওয়ালটনের ২৫ মডেলের ফিচার ফোন রয়েছে। এসব ফোনের দাম শুরু হয়েছে ৭৫০ টাকা থেকে। সর্বোচ্চ দাম ১৪৫০ টাকা।

আনিকা জীনাত

*

*

Related posts/