Maintance

ওয়ানপ্লাসের সবচেয়ে দামি ফোন মিলবে ২১ নভেম্বর

প্রকাশঃ ১২:২৮ অপরাহ্ন, নভেম্বর ৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ অপরাহ্ন, নভেম্বর ৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সকল গুজবের অবসান ঘটিয়ে ওয়ানপ্লাস ফাইভটি বাজারে আসছে ২১ নভেম্বর। আর এ ফোন উন্মোচন করা হবে আগামী ১৬ নভেম্বর।

এক সময়ের ফ্ল্যাগশিপ কিলার দামের দিক থেকে এখন অন্যান্য ফ্ল্যাগশিপের চেয়ে কোনও অংশে কম নয়। অনেক নতুন নতুন উন্নত ফিচার ও প্রযুক্তির সমাবেশ ঘটাচ্ছে ওয়ানপ্লাস তাদের নতুন ফোনে।

বেশ কিছু চোখে লাগার মতো ফিচারের পাশাপাশি দামের কারণে এটি নিয়ে স্মার্টফোনপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

ওয়ানপ্লাসের সিইও পিট লাও চীনের জনপ্রিয় সামাজিক মাধ্যম উইবোতে এক প্রশ্নের উত্তরে বলেন, ওয়ানপ্লাস ফাইভটি কিনতে চার হাজার চীনা ইউয়ান লাগবে। যার বিনিময় মূল্য করলে দাঁড়ায় এটি কিনতে ৬০৩ ডলারের মতো খরচ করতে হবে।

Symphony 2018

ওয়ানপ্লাস থ্রিটি থেকেই মূল্য বৃদ্ধি নিয়ে ব্যবহারকারীরা অসন্তোষ প্রকাশ করছেন, সেখানে ৬০০ ডলার মূল্যের ওয়ানপ্লাস ফাইভটিকে গুগল পিক্সেল ২ এর কাছাকাছি মূল্যে নিয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে একই মূল্যে স্যামসাং গ্যালাক্সি এস৮ও পাওয়া সম্ভব।

ওয়ানপ্লাসের সামাজিক মাধ্যমের পোস্ট অনুযায়ী, ফোনটিতে থাকছে বেজেলবিহীন ডিসপ্লে, হেডফোন জ্যাক ও ডুয়াল ক্যামেরা।

নতুন এ ফোনে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৮ ওরিও থাকার কথাও শোনা যাচ্ছে।

নিউ ইয়র্কের ব্রুকলিনে এক অনুষ্ঠানে ফোনটি উন্মোচনের কথা রয়েছে। তবে সেটি দেখতে হলে ৪০ ডলার মূল্যের টিকেট করতে হবে। এ সিদ্ধান্তের বেশ সমালোচনা শুরু হওয়ার পর ওয়ানপ্লাস ঘোষণা করেছে, টিকেটের মূল্যের পুরোটাই দান করা হবে। আর যারা হাজির থাকবেন তারা ৭০ ডলার মূল্যের উপহার পাবেন।

আরও নতুন কি কি চমক থাকছে ওয়ানপ্লাসের সর্বশেষ ফোনটিতে, জানতে হলে তাদের ইভেন্টে চোখ রাখতে হবে।

অ্যান্ড্রয়েড অথরিটি অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/