Maintance

বাজারে নেই আইফোন ১০

প্রকাশঃ ১২:০৩ অপরাহ্ন, নভেম্বর ৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ন, নভেম্বর ৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  যুক্তরাষ্ট্রের বড় বড় ২০ শহরে আইফোন ১০ এর মজুদ ফুরিয়ে গেছে।

অ্যাপলের ওয়েবসাইট থেকে জানা গেছে, নিউইয়র্ক, বোস্টন, শিকাগো, ফিদেলফিয়া, সানফ্রান্সিসকোসহ দেশটির বড় বড় শহরগুলোতে ৯৯৯ ডলার দামের ফোনটির মজুদ শেষ হয়ে গেছে।

অনলাইনে অর্ডার করলেও ফোনটি তাৎক্ষণিকভাবে পাওয়ার কোনো উপায় থাকছে না। কারণ ফোনটি ডেলিভারি করতে অ্যাপলের অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।

যুক্তরাষ্ট্রে ফোনটির বিক্রি শুরু হয় শুক্রবার সকাল আটটায়। শনিবার বিকাল নাগাদ ফোনটির স্টক ফুরিয়ে যায়।

Flipkart-techshohor

এদিকে, ভারতে ৬৪ জিবির ফোনটি বিক্রি হচ্ছে ৮৯ হাজার নয়শ’ রুপিতে। বিক্রি শুরু প্রথম দিনই ফোনটির মজুদ শেষ হয়ে যায়। এরপরই অনলাইনে ফোনটির অর্ডার দিতে শুরু করেন অ্যাপল প্রেমীরা।

কিন্তু ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, এয়ারটেল অনলাইন স্টোর ও টাটা সিএলআইকিউতে কয়েক মিনিটের মধ্যেই আইফোন ১০ এর স্টক শেষ হয়ে যায়। ভারতের বাজারে তুমুল চাহিদা থাকলেও দেশটিতে আইফোন ১০ এর নতুন চালান আসতে সময় লাগবে আরও দুই মাস।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশে আইফোন নিয়ে মাতামাতির সর্বশেষ নজির দেখা যায় ২০১৪ সালে। সেসময় আইফোন ৬ কেনার জন্যও ক্রেতারা একই রকম ভিড় জমিয়েছিলেন।

ইউএসএ টুডে ও জি বিজনেস অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/