Maintance

২৭ কোটি ভুয়া অ্যাকাউন্ট ফেইসবুকে!

প্রকাশঃ ১২:২৯ অপরাহ্ন, নভেম্বর ৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ন, নভেম্বর ৫, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুকে ২৭ কোটি ভুয়া বা নকল অ্যাকাউন্ট রয়েছে।

সামাজিক যোগযোগ জায়ান্টটি তাদের তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের দিন এমন কথা স্বীকার করেছে। তৃতীয় প্রান্তিকে ফেইসবুকের আয় হয়েছে ১০ বিলিয়ন ডলার।

এরপর শনিবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ তার এক  প্রতিবেদনে জানায়, এর আগে ফেইসবুক তাদের প্লাটফর্মে যে পরিমাণ ভুয়া অ্যাকাউন্ট থাকার ধারণা করেছিল তার চেয়ে ভুয়া এবং নকল অ্যাকাউন্টের সংখ্যা আরও বেশি।

facebook-techshohor

Symphony 2018

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে তাদের ২১০ কোটি সক্রিয় গ্রাহকের মধ্যে দুই থেকে তিন শতাংশ অ্যাকাউন্ট ভুয়া। যা জুলাই মাসের চেয়ে প্রায় এক শতাংশ বেশি।

এর পাশাপাশি আরও প্রায় ১০ শতাংশ অ্যাকাউন্ট আসল গ্রাহকের নকল অ্যাকাউন্ট, আগের প্রান্তিকের ধারণার চেয়ে যা ছয় শতাংশ বেশি বলে স্বীকার করে ফেইসবুক।

আর সব মিলিয়ে ১৩ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া বা নকল। যা  মোট সংখ্যায় ২১০ কোটির মধ্যে ২৭ কোটি ভুয়া অ্যাকাউন্ট।

বিষয়টি নিশ্চিত হয়েছে উন্নত কিছু প্রযুক্তি। যা থেকে ফেইসবুক বুঝতে পারে অ্যাকাউন্টগুলো ভুয়া বা নকল। তবে হুট করেই অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে গেছে এমন নয়।

রয়টার্স ও টেলিগ্রাফ অবলম্বনে ইমরান হোসেন মিলন

১ টি মতামত

  1. Pingback: ফেইসবুকে চাকরি খোঁজার সুবিধা চালু ৪০ দেশে – টেক শহর

*

*

Related posts/