Maintance

ফেইস আইডির লক খুললো ছোট ভাই

প্রকাশঃ ১১:৫৭ পূর্বাহ্ন, নভেম্বর ৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:০০ অপরাহ্ন, নভেম্বর ৫, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের সর্বশেষ ফোন আইফোন ১০ এর প্রধান আকর্ষণ ফেইস আইডি ফিচার।

কিন্তু এই ফিচার যে কাছাকাছি চেহারার ভাই-বোনদের মধ্যে তফাৎ করতে পারে না তা প্রমাণ করতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে রেডিটে।

ভিডিওতে ওই দুই ভাই জানান তারা যমজ নন। একে অপরের মধ্য বয়সের পার্থক্য পাঁচ বছর। কিন্তু তার সত্ত্বেও চেহারার মধ্যে তফাৎ খুঁজে পায়নি আইফোন ১০ এর ফেইস আইডি।

দুজনই চশমা পরা অবস্থায় ফোনটির লক খুলতে পারছেন। তবে চশমা ছাড়াই ফোনের লক খোলার চেষ্টা করলে ব্যর্থ হচ্ছেন ফোন মালিকের ছোট ভাই।

Symphony 2018

brothers-Iphone10-techshohor

টাচ আইডির চেয়ে ফেইস আইডি বেশি নিরাপদ বলেই দাবি করেছিল অ্যাপল। একইসঙ্গে তারা এটাও জানিয়েছিল, যমজ বা একই রকম চেহারার ভাই-বোনের ক্ষেত্রে ফিচারটি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে। এ ঘটনা ১০ লাখে একবার ঘটতে পারে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

ভাই বোনদের মধ্যে যদি গোপনীয় কিছু থেকে থাকে তাহলে ফেইস আইডির বদলে পাসকোড ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ।

গত ৩ নভেম্বর আইফোন ১০ বিক্রি শুরু হয়। এরপরই ফোনটির বিভিন্ন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে শুরু করেন আইফোন ১০ ক্রেতারা।

কোয়ার্টজ আনিকা জীনাত

*

*

Related posts/