Maintance

উলফেনস্টাইন ২ : দ্যা নিউ কলোসাস, বড়দের গেইম

প্রকাশঃ ১০:৪৫ অপরাহ্ন, মার্চ ১৩, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ অপরাহ্ন, মার্চ ১৩, ২০১৮

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : পৃথিবীর অন্যতম একটি শুরু ছিল দ্বিতীয় মহাযুদ্ধে নাৎসি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে। ইতিহাস তাই বলে এসেছে।

কিন্তু যদি নাৎসিরাই বিজয়ী হতো তাহলে বর্তমান প্রেক্ষাপট কী হতো? তেমনই এক দুনিয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘উলফেনস্টাইন’ সিরিজের গেইম। যার দ্বিতীয় গেইমটি সম্প্রতি বাজারে এসেছে।

উলফেনস্টাইনের নায়ক, ব্ল‌্যাজকোইজকে শুরুতে দেখা যাবে আগের গেইমের শেষের ইনজুরি কাটাতে হাসপাতালে শুয়ে থাকতে। নাৎসিদের ঠেকানো যায়নি, অামেরিকা আজ নাৎসিদের হেডকোয়ার্টার।

তবে তার মানে এই নয় ব্ল্যাজকোইজ বসে থাকবেন, দ্রুতই হাসপাতাল থেকে বেরিয়ে অন্যান্য গেরিলাদের সঙ্গে নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। নাৎসি আমেরিকাতে তার ছেলেদের জন্ম হবে না বলে তিনি ওয়াদা করেন।

Symphony 2018

কিছুটা বিজ্ঞান কল্পকাহিনী, কিছুটা ইতিহাস আর প্রচুর অ্যাকশন ও সামাজিক সমস্যার আঁধার এই গেইমটি, যা অনেকের কাছেই পছন্দের।

এনায়কতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে কেউই ক্ষমতায় থাকতে পারে না, তার উৎকৃষ্ট উদাহরণ উলফেনস্টাইন ২।

গেইমটির গ্রাফিক্স অসাধারণ, গেইমপ্লে খুবই মজার। তবে খেয়াল রাখতে হবে যেন প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ না খেলে। তবে বড়দের জন্য তৈরি হবার ফলে অ্যাকশনে তেমন কোনো সেন্সর নেই।

গেইমটি পিসি, এক্সবক্স ওয়ান ও প্লে স্টেশন ৪ এ খেলা যাবে।

এসএম তাহমিদ

*

*