Maintance

এইচটিসি ইউ১১ প্লাসের ভিডিও ফাঁস 

প্রকাশঃ ১২:৪১ অপরাহ্ন, নভেম্বর ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৮ অপরাহ্ন, নভেম্বর ২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকে ফাঁস হয়েছে এইচটিসি ইউ১১ প্লাসের ফিচার সম্বলিত একটি ভিডিও। ফোনটির সবচেয়ে বড় চমক হলো এর ব্যাক কভার। যা ট্রান্সলুসেন্ট (অর্ধ স্বচ্ছ) রূপে পাওয়া যাবে।

অনলাইন দুনিয়ায় ফোনের ছবি ফাঁস করে খ্যাতি পাওয়া ইভান বাসও তার এক টুইটার পোস্টে খবরটি নিশ্চিত করেছেন।

ফ্ল্যাগশিপ এই ফোনে থাকছে ৬ ইঞ্চি ডিসপ্লে, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ১২৮ গিগাবাইটের স্টোরেজ। এছাড়াও ফোনটি ব্ল্যাক ও সিলভার রঙে পাওয়া যাবে।

তবে ফোনটির ক্যামেরা বা প্রসেসর সম্পর্কে ভিডিওটিতে কোনো তথ্য পাওয়া যায়নি।

Symphony 2018

transculent-HTC-techshohor

ফাঁস হওয়া ভিডিওতে ফোনের পেছনে গোলাকার কয়েল দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, ফোনটিতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা থাকবে।

ফেইসবুক থেকে ফাঁস হওয়া মূল ভিডিওটি সরিয়ে ফেলা হলেও অনলাইনে এইচটিসি ইউ১১ প্লাসের ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পরে।

ধারণা করা হচ্ছে, আইফোন ১০ ও পিক্সেল২ এক্সএলের সঙ্গে টেক্কা দিতেই ফোনটির ট্রান্সকুলেন্ট রূপ তৈরি করা হয়েছে।

এনগ্যাজেট অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/