Maintance

এলজির নতুন ট্যাব

প্রকাশঃ ৬:৩৪ অপরাহ্ন, নভেম্বর ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ অপরাহ্ন, নভেম্বর ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাশ্রয়ী দামের নতুন ট্যাব এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। ‘এলজি জি প‍্যাড এফ ২’ নামে ট‍্যাবটিতে রয়েছে ৮ ইঞ্চি ডিসপ্লে।

ট‍্যাবটির ডিসপ্লে রেজুলেশন ১২৮০×৮০০ পিক্সেল। এতে রয়েছে অক্টা কোর ১.৫ মিডিয়াটেক এমটি৬৭৫০ প্রসেসর।

২ জিবি র‍্যামের পাশাপাশি স্টোরেজ সুবিধার জন্য রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। ছবি তোলার জন্য ডিভাইসটির সামনে ও পিছনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক‍্যামেরা।

৩৫০ গ্রাম ওজনের ট্যাবটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট। এছাড়া রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ ইত‍্যাদি সুবিধা। ব্যাটারি ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব‍্যাটারি। সঙ্গে রয়েছে অতিরিক্ত ৪ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের আরেকটি ব‍্যাটারি।

ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ১৪৯ মার্কিন ডলার বা মুদ‍্রা বিনিময় হারে প্রায় ১২ হাজার টাকার মতো।

উল্লেখ‍্য বিশ্বব্যাপী ট্যাবের চাহিদা কমেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, ২০১৭ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ট্যাবের চাহিদা কমেছে ৮.৫ শতাংশ। স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি এবং ফোনের ডিসপ্লের আকৃতি দিনে দিনে বৃদ্ধি পাওয়ার কারণে ট্যাবের চাহিদা কমেছে।

জিএসএম এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/