Maintance

স্টার্টআপ এক্সপোতে পাঁচ দলের প্রদর্শনী

প্রকাশঃ ৩:৪৪ অপরাহ্ন, অক্টোবর ৩০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৪ পূর্বাহ্ন, অক্টোবর ৩১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রামীণফোন এক্সেলারেটরের চতুর্থ ব্যাচের স্টার্টআপ এক্সপো অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতি বার জিপি হাউসে এই স্টার্টআপ এক্সপোর আয়োজন করা হয়।

এতে জিপি এক্সেলারেটরের ৫ দল অংশ নেয়। স্টার্টআপ এক্সপোতে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিলো আমার উদ্যোগ, মার্স, অভিযাত্রিক, ফুডটং ও অল্টারইয়ুথ। প্রায় এক হাজার দর্শকের সামনে দলগুলো তাদের স্টার্টআপ প্রদর্শন করে।

GP-start-up-techshohor

Symphony 2018

এ বিষয়ে গ্রামীনফোনের সিইও মাইকেল ফোলি বলেন, এখানে বিভিন্ন বয়সের মানুষ দেশের জন্য কিছু করার চেষ্টা করছে তা দেখে খুবই ভাল লাগল। এই স্টার্টআপ গুলোকে গ্রামীনফোনে সর্বাত্মক ভাবে সহায়তা করবে।

জিপি এক্সেলেরেটর আগামী ডিসেম্বরে দেশের স্টার্ট আপ ইকোসিস্টেম ও বিনিয়োগকারীদের নিয়ে ডেমো ডে’র আয়োজন করবে।

বাংলাদেশের সেরা টেকভিত্তিক স্টার্টআপদের খুঁজে বের করতে গ্রামীণফোন ও স্টার্টআপ ঢাকা ২০১৫ সালের অক্টোবরে যৌথ উদ্যোগে এক্সেলারেটর প্রোগ্রামটি শুরু করেছিল। তারপর থেকে প্রতি বছরই

আনিকা জীনাত

*

*

Related posts/