Maintance

বাজারে আসুসের নতুন রাউটার

প্রকাশঃ ৪:১০ অপরাহ্ন, অক্টোবর ২৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ন, অক্টোবর ২৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্যারেন্টাল কন্ট্রোল ও এমইউ মিমোসহ ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ১৩০০ এমবিপিএস রাউটার বাজারে এনেছে আসুস।

নতুন এই রাউটার দিয়ে ইন্টারনেট এক্টিভিটিস ফিল্টার করা যাবে। রাউটারটিতে রয়েছে ইউএসবি ২.০ এর থেকে ১০ গুন বেশি দ্রুত ইউএসবি ৩.০পোর্ট।

rauter-asus-techshohor

Symphony 2018

সঙ্গে আছে কোয়াড কোর এ৭ প্রোসেসর ও হাই নেটওয়ার্ক স্পীড। ৪ টি এক্সটার্নাল অ্যান্টিনার সঙ্গে ১২৮ এমবি ফ্ল্যাস ও ২৫৬ এমবি র‌্যামও রয়েছে।

এছাড়াও এর বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে থ্রিজি/ফোরজি ডাটা শেয়ারিং, প্রিন্টার সার্ভার, অপারেটিং মুড, রেঞ্জ এক্সটেন্ডার মুড, ওয়্যারলেস রাউটার মুড, এ্যাক্সেস পয়েন্ট মুড, মিডিয়া ব্রিজ মুড, ভিপিএন ও আইপি/ম্যাক/পোর্ট ফিল্টারিং। রাউটারটির দাম ধরা হয়েছে ৯,০০০ টাকা।

আনিকা জীনাত

*

*

Related posts/