Maintance

নিরাপদ নয় ডেটিং অ্যাপ

প্রকাশঃ ৫:৫০ অপরাহ্ন, অক্টোবর ২৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৮ অপরাহ্ন, অক্টোবর ২৯, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : দিন দিন অনলাইনে সঙ্গী খুঁজে নেওয়ার সেবাগুলোর জনপ্রিয়তা বেড়েই চলছে।

প্রতিটি সেবাই ব্যবহারকারীর নাম, পেশা, বয়স, এলাকা ও পড়াশোনার স্থান থেকে শুরু করে প্রচুর ব্যক্তিগত তথ্য নিয়ে থাকে। তবে সেসব ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাত থেকে রক্ষা করার ব্যাপারে বেশীরভাগ অ্যাপই বেশ উদাসীন।

Symphony 2018

ক্যাস্পারস্কির সিকিউরলিস্ট ওয়েবসাইটে নিরাপত্তা গবেষক রোমান উনুচেক, মিখাইল কুজকিন ও সার্গেই জেলেন্সকির তথ্যে এমনটাই জানা গেছে। বড় বড় ডেটিং সেবা, যেমন ওকেকিউপিড, টিন্ডার ও বাম্বলের নামও এই তালিকায় রয়েছে।

এসব ওয়েবসাইট থেকে ব্যবহারকারীকে সরাসরি শনাক্ত করা, তাদের তথ্য সহজেই অন্যখানে খুঁজে পাওয়া ছাড়াও অনেক ক্ষেত্রে সরাসরি হ্যাক করে তথ্য বের করাও অসম্ভব নয়। প্রচুর ডেটিং অ্যাপ এইচটিটিপিএস সিকিউরিটি ভালভাবে ব্যবহার না করায় এই নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়েছে।

গবেষকদল জানিয়েছেন, এসব সমস্যার তথ্য তারা ডেটিং সেবাগুলোর কাছে পাঠিয়েছেন। এখন দেখার বিষয় ঠিক কবে নাগাদ এগুলো ঠিক করা হয়।

*

*

Related posts/