![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নোকিয়া ৮ ফোনে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ওরিও পাওয়া যাবে শিগগির। তবে এ জন্য ব্যবহারকারীদের একটি পোগ্রামে অংশ নিতে হবে।
নোকিয়ার নির্মাতা এইচএমডি কিছুদিন আগে অ্যান্ড্রয়েড ৮ আপডেট পাওয়ার কথা জানিয়েছিল। সেই সূত্রে বুধবার নোকিয়া ৮-এর জন্য ওরিও বেটা প্রোগ্রাম শুরু হয়েছে।
এ মডেলের ব্যবহারকারীদের মধ্যে যারা এ প্রোগ্রামে অংশ নেবেন তাদের ডিভাইসে ওরিও আপডেটের বেটা সংস্করণ পৌঁছে যাবে।
বেটা আপডেট পেতে নোকিয়া ফোনস বেটা ল্যাবস – এর ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে। ১২ ঘন্টার মধ্যে ফোনে বেটা প্রোগ্রামে অংশ নেওয়ার নোটিফিকেশন আসবে।এর পর বাকি প্রক্রিয়া শেষ হলে আপডেট পাওয়া যাবে।
তবে কবে নাগাদ নোকিয়া ৬, ৫, ৩ ও সদ্য বাজারে আসা নোকিয়া ৭- এ আপডেট পাবে তা জানা যায়নি।
নোকিয়া ৮ ফোনেও ফুল আপডেট কবে আসবে তা নিয়েও কিছু বলেনি এইচএমডি কর্পোরেশন।
ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ