Maintance

গুগল প্লাসে নতুন আপডেট

প্রকাশঃ ৭:২১ অপরাহ্ন, এপ্রিল ১, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ন, এপ্রিল ১, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট জায়ান্ট গুগলের জনপ্রিয় সামাজিক যোগাযোগ সেবা গুগল প্লাসে নতুন আপডেট এসেছে। সোমবার দিবাগত রাত ১২টায় এই আপডেট আনে গুগল।

নতুন আপডেটের ফলে গুগল প্লাস প্রোফাইল, পোস্ট, ছবি কতো জন দেখেছেন তা দেখতে পাবেন ব্যবহারকারীরা। গুগল প্লাসের প্রোফাইল ছবির নিচে ফলোয়ারের পাশে কত এই সংখ্যা প্রদর্শিত হচ্ছে। গুগল প্লাস ব্যবহারকারীরা এখন থেকে অ্যাকাউন্টটি লগইন করলে নতুন আপডেটি দেখতে পাবেন।

TechShohor-Cover-for-google-plus

Symphony 2018

তবে ব্যবহারকারী চাইলে এটি অন্যদের নাও দেখাতে পারে। এজন্য গুগল প্লাসের সেটিংসে গিয়ে পরিবর্তন করতে হবে।]

উল্লেখ্য, ২০১১ সালের ২৮ জুন পরীক্ষামূলকভাবে গুগল প্লাস চালু করে গুগল। এই সেবার মাধ্যমে গুগলের অন্যান্য সেবাও ব্যবহার করা যায়। বর্তমানে গুগল প্লাসের ৫৪০ মিলিয়নের অধিক ব্যবহারকারী রয়েছে।

– দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/