Maintance

ফেইসবুকে আসছে ফোরকে ভিডিও

প্রকাশঃ ১১:৩২ অপরাহ্ন, অক্টোবর ২৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৩ অপরাহ্ন, অক্টোবর ২৬, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : ভিডিও সম্প্রচারে ইউটিউবের পর জনপ্রিয় অবস্থান এখন ফেইসবুকের। তবে কিছু কিছু ফিচারে পিছিয়েই মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম হলো ফোরকে ভিডিও।

ফিচারটি যুক্ত করা নিয়ে এখন পরীক্ষা চালাচ্ছে ফেইসবুক। অল্প কিছু ব্যবহারকারীরা তাদের প্রোফাইল ও পেইজ থেকে ফোরকে ভিডিও দেখতে ও আপল‌োড করতে পারছেন বলে জানা গেছে। এসব ভিডিওর রেজ্যুলেশন ২১৬০পি ইউএইচডি-১ মানের।

ফেইসবুক এর আগেও এই রেজুলেশনের ভিডিও আপলোড ও দেখার সেবা দিয়ে আসছিল। সেক্ষেত্রে তা শুধুমাত্র ৩৬০ডিগ্রি ভিআর ভিডিওতেই সীমাবদ্ধ ছিল। এবার সাধারন ভিডিওতেও তা যুক্ত করা হচ্ছে।

তবে ইউটিউবের মত ক্যাশ সার্ভার না থাকার কারণে অনেক ব্যবহারকারীরাই হয়ত এই রেজ্যুলেশনে ভিডিওগুলো উপভোগ করতে পারবেন না।

টেকক্রাঞ্চ অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/