Maintance

ই-টিআইএন নিবন্ধনের সময় ৩ মাস বাড়ল

প্রকাশঃ ৯:০৬ অপরাহ্ন, মার্চ ৩১, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ অপরাহ্ন, মার্চ ৩১, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বার (ই-টিআইএন) নিবন্ধনের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় ৩ মাস বাড়ানোর কথা জানিয়েছে।

গত বছরের ১ জুন থেকে ১২ ডিজিটের ই-টিআইএন নিবন্ধন পদ্ধতি চালু করে এনবিআর। পরে দু’দফা সময় বাড়িযে ১ এপ্রিলের মধ্যে পুরাতন টিআইএন নম্বরগুলো পরিবর্তন করে নতুন ই-টিআইএন খোলার নির্দেশ দেওয়া হয়।

Symphony 2018

e-tin-TechShohor

তবে সচেতনতা বৃদ্ধি না হওয়াসহ বিভিন্ন কারণে স্বল্প সময়ে সবাই নতুন পদ্ধতিতে নিবন্ধন না করায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন নিবন্ধন সময় বাড়ানোর অনুরোধ জানায়বলে এনবিআর জানায়।

– তুহিন মাহমুদ

*

*

Related posts/