Maintance

ফোনেও ডাকা যাবে হেই গুগল

প্রকাশঃ ১০:৪১ পূর্বাহ্ন, অক্টোবর ২৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ন, অক্টোবর ২৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল নাউ, যা পরে গুগল অ্যাসিস্ট্যান্টে রূপ নেয়। এই সহকারীর সহায়তা নিতে শুরু থেকেই ‘ওকে গুগল’ নামে ডাকা হতো। গুগল হোমের ক্ষেত্রে এর পাশাপাশি ‘হেই গুগল’ সম্বোধনও যুক্ত করা হয়। এবার তা ফোন ও ট্যাবেও যুক্ত করা হচ্ছে।

নতুন আপডেটে যুক্ত হওয়া এ ফিচার সকল অ্যান্ড্রয়েড ৬ প্লাস চালিত ডিভাইসে পৌছে যেতে শুরু করেছে।

গুগল অ্যাপ আপডেট হবার পরপরই ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন দিয়ে হেই গুগল ব্যবহার করা সম্পর্কে জানানো হবে।

এ আপডটেটি তেমন বড় কিছু না হলেও একইভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট সব ডিভাইসে ব্যবহারের সুবিধা হোম ব্যবহারকারীদের জন্য আশীর্বাদ।

এ ভার্চুয়াল সহকারীকে বারবার একই বাক্য ‘ওকে গুগল’ বলাটাও অস্বাভাবিক, যেখানে গুগল দীর্ঘদিন ধরেই এআইকে মানুষের মতো কথা বলানোর জন্য চেষ্টা করে আসছে।

এ আপডেট যারা এখনও পাননি তারা প্লে স্টোর থেকে গুগল অ্যাপ আপডেট করলেই পেয়ে যাবেন।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/