Maintance

ফিচার ফাঁসের কবলে গ্যালাক্সি এস৯

প্রকাশঃ ৯:৩৯ পূর্বাহ্ন, অক্টোবর ২৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩০ অপরাহ্ন, অক্টোবর ২৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছর শেষ না হতেই স্যামসাংয়ের নতুন ফোন নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে।

স্যামসাং নতুন কি ফোন আনতে যাচ্ছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়ার আগেই ফাঁস হয়েছে নতুন ফোন সম্পর্কিত বেশ কিছু ফিচার।

একসঙ্গে এবার দুটি ফোন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ব্র্যান্ড স্যামসাং। নতুন দুটি ডিভাইসের নাম দেওয়া হয়েছে গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস।

পর পর কয়েকটি টুইট পোস্ট করে দুটি ফোনেরই তথ্য ফাঁস করেছেন বেঞ্জামিন জেসকিন। সেখানে তিনি দাবি করেন, দুটি ডিভাইসেরই চারটি করে সংস্করণ বাজারে আসবে।

যার একটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপ এবং অন্যটিতে থাকবে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ৯ সিরিজের প্রসেসর। তবে ডুয়াল সিম সংস্করণটিতে শুধু এক্সিনস প্রসেসরই ব্যবহার করা হবে।

Symphony 2018

ফোন দুটিতে থাকছে ৬ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ। সঙ্গে থাকছে মেমরি কার্ড স্লট।

দুটি ফোনের প্রসেসরই ১০ ন্যানোমিটার প্রযুক্তিতে প্রস্তুত করা হবে। স্যামসাংয়ের প্রসেসরটি ৮ ন্যানোমিটার হতে পারে। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহারের অধিকার একমাত্র স্যামসাংয়ের কাছেই থাকবে।

ফোন দুটির ব্যাপারে আর কোনো তথ্য জানা যায়নি। তবে নোট ৮ এর মতো নতুন দুটি ফোনেও ডুয়াল ক্যামেরা ও হেডফোন জ্যাক থাকতে পারে।

ডিভাইসগুলো আগামী বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সময় বাজারে আসতে পারে।

বিজিআর অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/