Maintance

নকিয়া ৯ ফোনের ছবি ফাঁস

প্রকাশঃ ৫:১৯ অপরাহ্ন, অক্টোবর ২২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ন, অক্টোবর ২২, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : অনলাইন দুনিয়াতে গুঞ্জন চলছে নকিয়া ৯ নিয়ে। সেই গুঞ্জনের পাল্লা ভারি করতে এবার ফাঁস হলো আলোচিত এ ফোনের  ছবি।

ফাঁস হওয়া ছবি দেখে ধারণা করা হচ্ছে, ফোনটিতে থাকতে পারে ডুয়েল ক‍্যামেরা সেটআপ ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

এদিকে ফাঁস হওয়া তথ‍্য থেকে জানা যায়, ডিভাইসটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ডিভাইসটির পুরুত্ব হতে পারে ১৪০×৭২.৯×৭.৫ এমএম। গ্রাফিক্স সুবিধা হিসেবে মিলতে পারে অ‍্যান্ড্রেন ৫৪০ জিপিইউ।

Symphony 2018

৬ ও ৮ গিগাবাইট র‍্যামের পাশাপাশি বাড়তি স্টোরেজ সুবিধা দিতে থাকছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। এছাড়াও এতে রয়েছে ৩ হাজার ৮০০ মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি। প্রসেসর হিসেবে থাকতে পারে অক্টাকোর ২.৪ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫।

ছবি তোলার জন্য পেছনে দেখা যেতে পারে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা সেটআপ ও ফ্ল্যাশ।  যা দিয়ে ফোরকে ভিডিও রেকর্ড করা যাবে।

সামনে থাকতে পারে ১২ মেগাপিক্সেল ক‍্যামেরা। এই ক্যামেরা দিয়েও ফোরকে ভিডিও করা যাবে। এছাড়াও ফোনটিতে থাকছে পানিরোধক সুবিধা, কুইক চার্জার ৪, আইরিশ স্ক্যানার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/