Maintance

সহজেই ভেঙ্গে গেল গুগল পিক্সেল ২

প্রকাশঃ ১১:১০ পূর্বাহ্ন, অক্টোবর ২২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ন, অক্টোবর ২২, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : বাজারে আসা প্রতিটি ডিভাইসের তৈরির মান যাচাই করেন ইউটিউবার জেরিরিগসএভ্রিথিং। সর্বেশষ তিনি পরীক্ষা চালান  গুগল পিক্সেল ২ এর ওপর। তবে এর ফলাফল হতাশাজনক।

প্রথমেই পরীক্ষা করা হয় পিক্সেল ২ কতোটুকু পর্যন্ত ঘর্ষণ সহ্য করতে পারে। কিন্তু পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, অ্যালুমিনিয়ামের ওপর রঙ করায় ফোনটিতে সহজেই  স্ক্র্যাচ পড়ে।

তবে ফোনটি বাঁকা করার সময় আরও গুরুতর সমস্যা দেখা দেয়। পকেটে থাকা অবস্থায় চাপে পড়লে বা ভুলবশত ফোনটির ওপর বসলে তা অনেকখানিই বেকে যাবে। শুধ তাই নয়,  একপাশ থেকে ফোনটি ভেঙ্গেও যেতে পারে।

Symphony 2018

জেরির দাবি, পিক্সেলের ওপরের অংশের ঠিক মাঝ বরাবর কাঁচ ও অ্যালুমিনিয়ামের জোড়ায় একটি অ্যান্টেনা লাইন রয়েছে। যেখান থেকে সহজেই ফোনটি টুকরা হয়ে দুই ভাগ হয়ে যেতে পারে।

পিক্সেল ২ এতো ভঙ্গুর হবে তা অনেকেই কল্পনা করেননি। অনেকের মতেই, দাম অনুযায়ী ফোনের এই নাজুক অবস্থা খুবই বেমানান। এর সঙ্গে স্ক্রিনে স্ক্র্যাচ পড়া, আগুনে পুড়ে যাওয়া বা পানিতে বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যাও রয়েছে।

গত ৪ অক্টোবর পিক্সেল ২ উন্মোচন করা হয় আর ফোনটি বাজারে ছাড়া হয় গত ১৭ অক্টোবর।

জেরিরিগসএভ্রিথিং চ্যানেল অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/