Maintance

মেলা উপলক্ষে আসুসের নতুন পণ্য

প্রকাশঃ ৩:২০ অপরাহ্ন, অক্টোবর ১৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২০ অপরাহ্ন, অক্টোবর ১৯, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ আইসিটি এক্সপোতে আসুস নতুন কিছু পণ্য নিয়ে এসেছে।মেলা থেকে আসুসের যেকোনো পণ্য কিনলেই ক্রেতাদের জন্য রয়েছে উপহার সামগ্রী।

আইসিটি এক্সপোতে আসুস ৮ম জেনারেশানের প্রসেসর সম্বলিত নোটবুক আসুস ভিভোবুক এস ৪১০ এনেছে। নোটবুকটি শীঘ্রই দেশের বাজারে উন্মোচন করা হবে।

ASUS-VivoBook-S-techshohor

Symphony 2018

মেলায় আরও এসেছে আসুসের সিগনেচার গেইমিং সিরিজ ‘রিপাবলিক অফ গেমারস-আরওজি’এর নতুন মডেলের নোটবুক।

এছাড়াও মেলায় আনা হয়েছে জেনবুক ৩ ডিলাক্স। আসুস ই-বুক নোটবুক সিরিজেও যোগ হয়েছে নতুন মডেল।

নোটবুকের পাশাপাশি মেলায় আরও থাকছে আসুসের স্মার্টফোন জেনফোন।

আনিকা জীনাত

*

*

Related posts/