Maintance

আইসিটি এক্সপো শুরু

প্রকাশঃ ২:০৭ অপরাহ্ন, অক্টোবর ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ন, অক্টোবর ১৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার প্রযুক্তি যন্ত্রাংশ বা হার্ডওয়্যার খাতের মেলা আইসিটি এক্সপো শুরু হয়েছে।

মেইক ইন বাংলাদেশ স্লোগানে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনের এই এক্সপোর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে এই এক্সপোতে সহযোগী হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ)।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হার্ডওয়্যার খাতে বাংলাদেশের সাফল্য ও অগ্রগতি দেশে-বিদেশে ছড়িয়ে দিতে এই আয়োজন।

লোকাল ম্যানুফ্যাকচারাস, আইওটি ও ক্লাউড, প্রোডাক্ট শোকেস, ইনোভেশন, মিট উইথ ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারারস, ডিজিটাল লাইফস্টাইল, মেগা সেলস, সেমিনার, বিটুবি ম্যাচমেকিং ও হাই-টেক পার্ক– এ রকম ১০টি জোনে ভাগ করা হয়েছে এই এক্সপো।

Symphony 2018

১৩২টি প্যাভিলিয়ন ও স্টলে তথ্যপ্রযুক্তি খাতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প, কর্মসূচি এবং উদ্যোগগুলো উপস্থাপন করা হচ্ছে।

তাইওয়ান, মালয়েশিয়া, রাশিয়া, জাপানসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রায় অর্ধশত খ্যাতিমান বক্তা ও উচ্চপদস্থ কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি-ব্যক্তিত্ব এবং উৎপাদক ও উদ্যোক্তাগণও এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন।

দর্শনার্থীদের জন্য ডিজিটাল সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গেইমিং, সেলফি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও রয়েছে।

মেলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করা যাবে। শুক্রবার প্রদর্শনী শেষ হবে অ্যাওয়ার্ড নাইটের মধ্য দিয়ে।

এবারের আয়োজনে বেসিস, বাক্য, সিটিও ফোরাম, ই-ক্যাব, বিআইজেএফ এ প্রদর্শনীর অংশীদার হিসেবে যুক্ত আছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তথ্যপ্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিসিএস  সভাপতি আলী আশফাক এবং এক্সপোর আহবায়ক বিসিএস মহাসচিব ইঞ্জি. সুব্রত সরকার।

আল-আমীন দেওয়ান

*

*

Related posts/