Maintance

শাওমি আনছে রেডমি ৫এ

প্রকাশঃ ৪:৩০ অপরাহ্ন, অক্টোবর ১৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ন, অক্টোবর ১৭, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : রেডমি ৫এ নামে নতুন আরেকটি ফোন আনতে যাচ্ছে শাওমি। স্ট্যান্ডবাই মোডে ফোনটি টানা ৮ দিন ব‍্যাকআপ সুবিধা দিতে সক্ষম।

সম্প্রতি চীনের আইটি হোম ওয়েবসাইটে ফাঁস হওয়া এক টিজার ছবিতে এই তথ‍্য জানা যায়।

ফাঁস হওয়া ছবির তথ‍্য মতে, ফোনটির ডিজাইন দেখতে অনেকটা রেডমি ৪ এর মতোই। তবে এতে ভিন্ন প্রসেসর ও অধিক ব‍্যাটারি থাকবে।

Symphony 2018

ফোনটিতে থাকতে পারে ৭২০×১২৮০ পিক্সেল রেজুলেশন সমৃদ্ধ ৫ ইঞ্চি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসরের পাশাপাশি ২ গিগাবাইট র‍্যাম থাকতে পারে। স্টোরেজ সুবিধা দিতে  ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরির পাশপাশি থাকবে এসডি কার্ড ব‍্যবহারের সুবিধা।

টিজার ছবির তথ‍্য মতে, একবার পুরোপুরি চার্জ হয়ে গেছে ফোনটি টানা ৮ দিন সচল থাকবে। তবে এতে কতো মিলিঅ‍্যাম্পিয়ারের ব‍্যাটারি থাকবে সে সম্পর্কে কোন তথ‍্য জানা যায়নি। ফোনটির ওজন হতে পারে ১৩৭ গ্রাম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে এমআইইউআই ৯।

এদিকে, গত মাসে রেডমি নোট ৫এ উন্মোচন করেছিলো শাওমি। সেই ধারাবাহিকতায় তারা নতুন ফোনটি আনতে যাচ্ছে। তবে ডিভাইসটি কবে নাগাদ বাজারে উন্মোচন করা হবে সেই সম্পর্কে কোনো তথ‍্য জানা যায়নি।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/