Maintance

গেইমিং ফোন আনছে রেজার !

প্রকাশঃ ৫:৪৮ অপরাহ্ন, অক্টোবর ১৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ন, অক্টোবর ১৫, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর :  স্মার্টফোন স্টার্টআপ নেক্সটবিটকে কেনার পর গেইমিং ডিভাইস নির্মাতা রেজারের নতুন ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন তথ্যপ্রযুক্তি বাজার বিশ্লেষকরা।

এই অপেক্ষা শেষ হচ্ছে নভেম্বরেই। ধারণা করা হচ্ছে- গেইমিং ফোনই আনছে কোম্পানিটি।

সম্প্রতি জিএফএক্সবেঞ্চের ওয়েবসাইটে ‘রেজার ফোন’ নামের একটি ডিভাইসের পারফরমেন্সের তথ্য পাওয়া যায়।

৫ দশমিক ৭ ইঞ্চি ২৫৬০ x ১৪৪০ পিক্সেল রেজুলেশনের কোয়াড এইচডি ডিসপ্লের ফোনটিতে দেয়া হয়েছে ৮ জিবি র‌্যাম।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের হ্যান্ডসেটটিতে রয়েছে ১২মেগাপিক্সেল ব্যাক ক্য়ামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৬৪ গিগাবাইট স্টোরেজ।

অ্যান্ড্রয়েড নুগ্যাট চালিত ফোনটিতে রেজারের কি বিশেষত্ব রয়েছে তা এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, লাইটিং সিস্টেম ‘ক্রোমা’, গেইম স্ট্রিমিং বা পিসিতে গেইম খেলার সময় ফোন থেকে সেটিংস ও অন্যান্য পরিসংখ্যান, যেমন পিং, ফ্রেম পার সেকেন্ড ইত্যাদি দেখার সুবিধা থাকতে পারে।

দ্যা ভার্জ অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/