Maintance

যে কারণে লাভের মুখ দেখছে এইচটিসি

প্রকাশঃ ৭:০০ অপরাহ্ন, অক্টোবর ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৩ অপরাহ্ন, অক্টোবর ১২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: বছরের বেশির ভাগ সময় ধরেই লাভের চেয়ে ক্ষতির মুখই বেশি দেখেছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। তবে গুগলের সঙ্গে যুক্ত হয়ে পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএল ফোন তৈরির কারণে এবার তারা লাভের মুখ দেখতে শুরু করেছে।

গত মাসে এইচটিসি মুনাফা অর্জন করেছে ২১৫ মিলিয়ন মার্কিন ডলার। যা আগস্ট মাসের চেয়ে ১১৭ শতাংশ বেশি। আগস্ট মাসে প্রতিষ্ঠানটির মুনাফা ছিলো ৯৯.২ মার্কিন ডলার। তবে গত বছর একই সময়ের তুলনায় মুনাফা লাভে ৩০ শতাংশ পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক প্রতিবেদনে এইচটিসির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি ১.৪ বিলিয়ন  মুনাফা অর্জন করেছিলো। যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ কম ছিলো। তবে ধারণা করা হচ্ছে, বর্তমানে সময়ের মত মুনাফা বৃদ্ধি পেলে এইচটিসি অর্থনৈতিকভাবে আরও বেশি এগিয়ে যাবে।

বর্তমান সময়ে এইচটিসি তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘ইউ ১১’ এর নতুন সংস্করণ আনার কাজ করছে। অনলাইনে ফাঁস হওয়া তথ‍্যে জানা যায়, ফোনটির নাম হতে পারে ‘এইচটিসি ইউ ১১ প্লাস’। এতে থাকতে পারে এইজ টু এইজ ডিসপ্লে, যার রেশিও ১৮:৯।

এছাড়া কনফিগারেশনের দিক দিয়ে এইচটিসি ইউ ১১ এর চেয়ে এতে খুব বেশি পরিবর্তন থাকবে না। বর্তমানে সময়ে বাজারে থাকা এলজি ভি৩০, স্যামসাং গ‍্যালাক্সি এস ৮ এর মত‍ ডিভাইসগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে এইচটিসি ইউ ১১।

জিএসএম এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/