Maintance

বাজারে নতুন ফোন সিম্ফোনি জেড১০

প্রকাশঃ ৫:৪৯ অপরাহ্ন, অক্টোবর ১১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:১১ অপরাহ্ন, অক্টোবর ১১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফুল ভিশন ডিসপ্লে  প্রযুক্তির ফোন বাজারে আনতে যাচ্ছে সিম্ফনি মোবাইল। তাদের আনা নতুন মডেলের ফোনটির নাম সিম্ফোনি জেড১০।

রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিম্ফোনি কর্তৃপক্ষ তাদের নতুন ফোনটির উন্মোচন করে।

অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম ন্যুগাট ৭.১.২ চালিত ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে।

এর উপরে আছে ২.৫ডি কার্ভড ডিসপ্লে প্যানেল। রেজ্যুলেশন এইচডি প্লাস বা ১৪৪০*৭২০পিক্সেল।

Symphony-z10-techshoror

ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৪২৫ অক্টাকোর ১.৪ গিগাহার্জ প্রসেসর, ৩ জিবি র‍্যাম ও ৩২ ইন্টার্নাল স্টোরেজ। মেমোরী কার্ডের মাধ্যমে যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এত আরও থাকছে ফ্ল্যাশ যুক্ত ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই যুক্ত করা হয়েছে পোর্ট্রেট মোড সুবিধা।

সিম্ফোনি জেড১০ ফোনটি গ্রে ও ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৫,৯৯০ টাকা। সঙ্গে থাকছে ১৩০০ টাকার ফ্রি রবি বান্ডেল অফার।

ফোনটি উন্মোচনের সময় সেখানে উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর মাকসুদূর রহমান, ডিরেক্টর অব মারকেটিং, আশরাফুল হক, ডেপুটি ডিরেক্টর, সেলস, ইরফানুল হক।

রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, ডিভাইস এন্ড ডাটা বিজনেস, কেভিন হেনরী।

আনিকা জীনাত

*

*