Maintance

স্যামসাংয়ের কমদামি ফোনে 'পোর্ট্রেট মোড'

প্রকাশঃ ১:৪২ অপরাহ্ন, অক্টোবর ১১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৫০ অপরাহ্ন, অক্টোবর ১১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এতদিন শুধু দামি ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই ‘পোর্ট্রেট মোড’ (ব্যাকগ্রাউন্ড ঝাপসা করার প্রযুক্তি) যুক্ত করা হতো। এখন কমদামি ফোনেও সুবিধাটি যুক্ত করতে যাচ্ছে স্যামসাং।

বুধবার স্যামসাং এক ঘোষণায় জানিয়েছে, ভবিষ্যতে কম দামের ফোনে ডুয়েল পিক্সেল সেন্সর ও ১২ পিক্সেলের একটি ইমেজ সেন্সরচিপ যুক্ত করা হবে। নতুন এই চিপটির নাম দেওয়া হয়েছে ২এল৯।
যারা মার্কেটে উন্নত ফিচার সম্বলিত ফোন খোঁজেন তাদের জন্য নতুন ডিজাইনের এই চিপটি তৈরি করা হয়েছে বলে জানায় স্যামসাং।
sensor-techshohor
এই ডুয়েল পিক্সেলের কারণে ক্যামেরার ফোকাস আরও স্পষ্ট হয়ে উঠবে। ডুয়েল পিক্সেলের সুবিধাটি এতদিন পর্যন্ত আইফোনের প্লাস সংস্করণ ও স্যামসাংয়ের নোট ৮ ফোনেই সীমাবদ্ধ ছিলো।
সম্প্রতি গুগলের পিক্সেল ২ স্মার্টফোনগুলোতেও একই প্রযুক্তির ডুয়েল পিক্সেল সেন্সের ব্যবহার করা হয়েছে।

ম্যাশেবল অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/