Maintance

নতুন ব্ল্যাকবেরির ছবি প্রকাশ

প্রকাশঃ ১০:১০ অপরাহ্ন, অক্টোবর ৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৩ অপরাহ্ন, অক্টোবর ৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  মৃত্যুপ্রায় স্মার্টফোন ব্র্যান্ড ব্ল্যাকবেরি নতুন ফোন আনতে যাচ্ছে। ইতোমধ্যে ফোনটির ছবি দেখা গেছে অনলাইনে।

ফোনটিতে থাকবে না চিরচেনা কোয়ার্টি কিবোর্ড। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি, তবে ইভান ব্লাস টুইটারে ফাঁস করেছেন ফোনটি ছবি।

ফাঁস হওয়ার ছবিতে দেখা যায়, ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম আপ ডাউন এবং পাওয়ার বাটন। হোম বাটনে যুক্ত রয়েছে ব্ল্যাকবেরির লোগো।

নিচের দিকে রয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। তবে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলাতে নেই ইনফিনিটি ডিসপ্লে।

অপারেটিং সিস্টেম হিসেবে মিলতে পারে অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট। ধারণা করা হচ্ছে, এতে থাকতে পারে পানি নিরোধী সুবিধা।

এদিকে গুঞ্জনে জানা যাচ্ছে, প্রসেসর হিসেবে এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট এবং ৪ জিবি র‍্যাম। ব্যাকআপ সুবিধা দিতে মিলবে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

চলতি মাসেই উন্মোচন হতে পারে ডিভাইসটি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কোনো তথ‍্য জানানো হয়নি।

উল্লেখ্য ২০০৯ সালে স্মার্টফোন বাজারের ৪১.৬ শতাংশ ছিল তাদের দখলে। পরবর্তীতে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তার কারণে বাজার হারাতে হয়েছে প্রতিষ্ঠানটির।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/