HP Banner
Maintance

নতুন সিরিজের এমএসআই মাদারবোর্ড

প্রকাশঃ অক্টোবর ৫, ২০১৭, ০৪:৪৩ - আপডেটঃ অক্টোবর ৫, ২০১৭, ০৪:৪৩

Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে বিশ্বখ্যাত এমএসআই ব্রান্ডের নতুন সিরিজের মাদারবোর্ড নিয়ে এসেছে পরিবেশক প্রতিষ্ঠান ইউসিসি।

এমএসআই জেড৩৭০ সিরিজের তিনটি মডেলের মাদারবোর্ডগুলো হচ্ছে এমএসআই গোল্ডলাইক গেইমিং, জেড৩৭০ প্রো কার্বন এবং জেড৩৭০ গেইমিং৫।

Ucc-Matherboard-Techshohor

ইন্টেলের অষ্টম জেনারেশন সাপোর্টেড এই মাদারবোর্ডগুলোতে রয়েছে উন্নত প্রযুক্তির সমন্বয়। ১১৫১ সকেটের ডিডিআর৪ ৪১৩৩ বাস পর্যন্ত সার্পোটেড এই মাদারবোর্ড গুলোতে রয়েছে কিলার এক্স-টেন্ড, মিস্টেক লাইট, হাই- রেস অডিও, ট্রিপল কিলার, ভিআর রেডি, ক্লিক বায়োস-৫, মিলিটারি ক্লাস-৫এর মত আকর্ষণীয় সব ফিচার।

মাদারবোর্ড উন্মোচন অনুষ্ঠানে ইউসিসি’র প্রধান নির্বাহী সারোয়ার মাহমুদ খান, এমএসআই এর এশিয়া প্যাসিফিক সেলস্ ম্যানেজার মি. গ্যারি চু, এশিয়া প্যাসিফিক সেলস স্পেশালিস্ট মো. হুমায়ুন কবীর, ইউসিসির সিনিয়র প্রোডাক্ট ম্যানেজারজয়নুস সালেকীন ফাহাদ, সিনিয়র এজিএম শাহীন মোল্লার এবং প্রাডাক্ট ম্যানেজার আসিফ আন্দালিব হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ইমরান হোসেন মিলন

*

*

সর্বাধিক পঠিত