HP Banner
Maintance

বন্ধ হচ্ছে মাইক্রোসফটের গ্রুভ মিউজিক

প্রকাশঃ অক্টোবর ৩, ২০১৭, ০৬:৫৩ - আপডেটঃ অক্টোবর ৩, ২০১৭, ০৭:২৪

Microsoft-Music-Groov-Techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘গ্রুভ’ বন্ধ করে দিচ্ছে।

আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে আর সার্ভিসটি পাওয়া যাবে না। সেসময়ের পর থেকে কোনো গ্রাহক আর মিউজিক কিনতে বা ডাউনলোড করতে এবং স্ট্রিমিং সাবস্ক্রিপশ করতে পারবেন না।

এই সময়ের মধ্যে গ্রুভ গ্রাহককে স্পটিফাই মিউজিকে স্থানান্তর হওয়ার জন্য বলেছে প্রতিষ্ঠানটি। স্পটিফাইয়ে ৬০ দিনের একটি ফ্রি সাবস্ক্রিপশন অফার চালু করা হচ্ছে।

Microsoft-Music-Groov-Techshohor

মাইক্রোসফট তাদের গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছেন তাদের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রেখে তাদের সেবাটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে।

প্রতিষ্ঠানটি অবশ্য একটি ভাল মিউজিক পরিসেবা তৈরির জন্য জনপ্রিয় সব সার্ভিসের সঙ্গে প্রতিযোগিতায় লড়াই করার কথা বলেছে। সেক্ষত্রে তারা স্পটিফাই, গুগলের প্লে মিউজিক এবং অ্যাপলের আইটিউনসের সঙ্গে লড়তে হচ্ছে।

২০১৫ সালের জুলাইয়ে এক্সবক্স মিউজিকের রিপ্লেস হিসেবে গ্রুভ মিউজিক চালু করে মাইক্রোসফট।

এটি অবশ্য মাইক্রোসফটের পুরাতন সেই জুনে মিউজিক সার্ভিসের অনুরূপ। যেটা আইপড থেকে একসময় সরে এসেছিল।

নিজেদের ব্র্যান্ড তৈরি না করেই এটি মাইক্রোসফটকে ছেড়ে দিচ্ছে।

বিবিসি অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

সর্বাধিক পঠিত