HP Banner
Maintance

উন্মোচনের আগেই পিক্সেলের ছবি ফাঁস

প্রকাশঃ অক্টোবর ৩, ২০১৭, ০৯:৩০ - আপডেটঃ অক্টোবর ৩, ২০১৭, ০৬:৫৪

Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উন্মোচনের একদিন আগেই ফাঁস হলো গুগলের ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল ২ এর ছবি।

ফোনের তথ্য ফাঁসে বিখ্যাত টুইটার আইডি ইভান ব্লাস তার টুইটে ডিভাইসটির একটি ছবি প্রকাশ করেছে।

ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, গত বছরের মতই পিক্সেল সিরিজের দুইটি ফোন আনছে গুগল। পিক্সেল ২ থেকে অপেক্ষাকৃত বড় ডিসপ্লে থাকবে পিক্সেল ২ এক্সএল মডেলে। তবে বর্তমানে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে নেই ডুয়েল ক্যামেরা সেটাআপ।

পিক্সেল ফোনের পিছনে রয়েছে একটি ক্যামেরা, ফ্ল্যাশ এবং ক্যামারার নিচের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এছাড়া পিক্সেল ২ মডেলটির ডিসপ্লেতে বেশি বেজেল রয়েছে। তবে পিক্সেল ২ এক্সএল মডেলটিতে বেজেল তুলনামূলক কম।

পূর্বে ফাঁস হওয়ার কিছু তথ্যে জানা যায়, ৬ জিবি র‍্যাম, ভার্চুয়াল রিয়েলিটিসহ উন্নতমানের প্রসেসর থাকবে ডিভাইস দুইটিতে। ৬৪ ও ১২৮ জিবির ইন্টারনাল মেমোরি সংস্করণটির মূল্য হতে পারে যথাক্রমে ৬৪৯ ও ৭৪৯ মার্কিন ডলার। আর পিক্সেল ২ এক্সএলের দাম হতে পারে ৮৪৯ মার্কিন ডলার।

উল্লেখ্য গত বছর নেক্সাস বাদ দিয়ে প্রথমবারের মতো নিজস্ব পিক্সেল ফোন বাজারে আনে গুগল। উন্নত ক্যামেরা ও কনফিগারেশনের কারণে গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়তা পায় ফোনটি।

দ্য ভার্জ অবলম্বনে তুসিন আহমেদ

*

*

সর্বাধিক পঠিত