![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মন্ত্রী, সরকারি কর্মকর্তাদের মধ্যকার বৈঠকের অডিও রেকডিং ফাঁস হয়ে যাওয়ায় টুইটারের পর এবার বন্ধ হতে যাচ্ছে ইউটিউব। বৃহষ্পতিবার তুর্কির সরকারি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ‘তুর্কিশ’-এ সংবাদটি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সংবাদে বলা হয়, সম্প্রতি তুর্কির পররাষ্ট্র মন্ত্রী, গোয়েন্দা বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যকার বৈঠকের অডিও রেকর্ডিং ইউটিউবে ফাঁস হয়। সিরিয়ায় সেনাবাহিনীর মধ্যস্থতা নিয়ে ঐ বৈঠকে আলোচনা হয়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায়, এটি যাতে আর ছড়িয়ে পড়তে না পরে তার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত সপ্তাহে তুর্কিতে মাইক্রোব্লগিং সাইট টুইটার বন্ধ করে দেওয়া হয়। ৩০ মার্চ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। টুইটারের মাধ্যমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুহিন মাহমুদ