Maintance

আইপ্যাডের জন্য মাইক্রোসফট অফিস উন্মুক্ত

প্রকাশঃ ১২:০১ অপরাহ্ন, মার্চ ২৮, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩১ পূর্বাহ্ন, মার্চ ২৮, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অবশেষে আইপ্যাড ও আইফোনকে জনপ্রিয় ডিভাইস হিসেবে বিবেচনা করলো মাইক্রোসফট। বৃহষ্পতিবার আইপ্যাডের জন্য মাইক্রোসফট অফিস উন্মুক্ত করার মাধ্যমে এটি প্রমাণিত হলো।

প্রধান নির্বাহী হিসেবে যোগদানের পর সর্বপ্রথম বড় ধরণের সংবাদ সম্মেলনে সত্য নাদেলা বলেন, মাইক্রোসফট ব্যবহারকারী ও প্রতিষ্ঠানকে ডিভাইসের মাধ্যমে সেবা দেওয়ার কাজ করবে। এই সেবা শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার কিংবা ট্যাবলেটের জন্য নয়। এরপর তিনি আইপ্যাডের জন্য মাইক্রোসফট অফিস উন্মুক্ত করার ঘোষনা দেন।

Office for IPad-TechShohor

Symphony 2018

অফিস প্রোগ্রামে আলাদাভাবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যাপ যুক্ত করা হয়েছে। অ্যাপ স্টোরে এটি পাওয়া যাচ্ছে। অফিস ৩৬৫ এ সাবস্কাইব করা ছাড়াই এই অ্যাপস তিনটি বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যাবে। তবে সাবস্কিপশনের মাধ্যমে অ্যাপগুলোতে ডকুমেন্ট সম্পাদনা করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

অফিস অ্যাপের ফিচার ও ইন্টারফেস উইন্ডোজ ও ম্যাক সংস্করণের মতো হলেও এতে টাচস্কিনের জন্য অপটিমাইজ করা হয়েছে। আপফোনের অফিস অ্যাপে বেসিক এডিটিং থাকলেও আইপ্যাডের সংস্করণে ডেস্কটপ সংস্করণের মতোই অ্যাডভান্সড ফিচার রয়েছে।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/