Maintance

নকিয়ার আরও দুই ফোন আসছে

প্রকাশঃ ১১:২১ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ২৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ন, সেপ্টেম্বর ২৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নকিয়া ২ এর পাশাপাশি নতুন একটি ফোন উন্মোচন করার পরিকল্পনা করছে এইচএমডি গ্লোবাল। পর্দার আড়ালে থাকা নকিয়া ডিভাইস দুটি ইতোমধ্যে চীনে ছাড়পত্র পেয়েছে।

ফোন দুটির কোড নেম হলো টিএ-১০৪১ ও টিএ-১০৪২। চাইনিজ রেগুলেটরি কমিশনের তালিকায় থাকা ডিভাইস দুটি সম্পর্কে একটি তথ্য জানা গেছে। সেটি হলো ডিভাইস দুটিতে কুইক চার্জিংয়ের ব্যবস্থা থাকছে।

এ থেকে ধারণা করা হচ্ছে, ফোন দুটি এন্ট্রি লেভেলের হবে না। দুটি ডিভাইসের একটি নকিয়া ৮ এর ভিন্ন সংস্করণ হতে পারে। তবে নকিয়া ৮ এর ভিন্ন সংস্করণের ফোন হলে তা শুধু চীনের বাজারেই ছাড়া হবে।

Nokia-2-techshohor
নকিয়া ২

টেক বিশ্বের খবরা খবর রাখা রোল্যান্ড কোয়ান্ট কিছুটা নিশ্চিত হয়েই জানিয়েছেন, নকিয়া ২ এর পাশাপাশি আরও একটি ফোন বাজারে ছাড়া হতে পারে।

তার মতে, ডিভাইস দুটির একটি হতে পারে নকিয়া ৯ বা নকিয়া ৮ এর উন্নত সংস্করণ। অন্যটি হতে পারে নকিয়া ৭।

ফাঁস হওয়া প্রতিবেদন থেকে আরও জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে এইচএমডির সাশ্রয়ী দামের ফোন নকিয়া ২ বাজারে ছাড়তে পারে এইচএমডি। তবে কবে নাগাদ তা বাজারে ছাড়া হতে পারে সেসম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।

ফোন এরিনা অবলম্বনে  আনিকা জীনাত

*

*

Related posts/