Maintance

ফেইসবুক মাতাচ্ছে 'ভাইরাল ভাই'

প্রকাশঃ ১২:০৮ অপরাহ্ন, সেপ্টেম্বর ২৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ন, সেপ্টেম্বর ২৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এয়ারটেল বাজের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে ‘ভাইরাল ভাই’ নামে একটি মিউজিক ভিডিও শেয়ার করা হয়েছে।

এই ভিডিওতে বাংলাদেশে ভাইরাল হওয়া ব্যক্তিদেরকে দেখা গেছে। শুরুতেই দেখানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার উপায় শেখাতে ক্লাস নিচ্ছেন এক শিক্ষক।

কোর্সের নাম ১০১। সেখানে স্ক্যান্ডাল, রিয়েকশন ও ইমোশনের বিক্রিয়া ঘটিয়ে ফেমাস হওয়ার পদ্ধতি শিখতে ক্লাসে বসে আছেন কয়েকজন শিক্ষার্থী।

bhai-viral-techshohor

এতে হিরো আলম, ফেইসবুকে বাবার নামে অভিযোগ করা মেয়ে, আমি জুনায়েদ ও নায়লা নাইমকে দেখানো হয়েছে।

গত চার দিন আগে ফেইসবুকে পোস্ট করা এই ভিডিওটি ইতোমধ্যে দেখা হয়েছে ৫৫ হাজার বার। শেয়ার হয়েছে চার হাজার ২৯০ বার। কমেন্ট পরেছে প্রায় ১৭শ’। ভিডিওটি দেখতে চাইলে ভিজিট করুন এই ঠিকানায়

ভিডিওটির সঙ্গীত পরিচালনা করেছেন লোকাল বাস খ্যাত প্রিতম হাসান। প্রযোজনা করেছে ফক্স ফিল্ম ইউনিট। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

আনিকা জীনাত

*

*