Maintance

লেনোভো ল্যাপটপের সঙ্গে ট্যাবলেট ফ্রি

প্রকাশঃ ৪:৪৭ অপরাহ্ন, সেপ্টেম্বর ২১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ন, সেপ্টেম্বর ২১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লেনোভো আইডিয়াপ্যাড ওয়াই৭০০ এর সঙ্গে একটি ট্যাবলেট ফ্রি দেওয়া ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি)।

ইন্টেল কোয়াডকোর আই সেভেন প্রসেসর সম্পন্ন লেনোভোর এই গেইমিং ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম, এনভিদিয়া জিটিএক্স ৯৬০এম ৪জিবি ডিডিআর৫ গ্রাফিক্স কার্ড, ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ।

Lenovo-Y-700-techshohor

সঙ্গে আছে এইচডি ওয়েবক্যাম, এক্সটার্নাল ডিভিডি রাইটার, সাবউফারসহ জেবিএল স্পীকার, ডলবি হোম থিয়েটার সাউন্ড, ব্লুটুথ ৪.০, অডিও কম্বো জ্যাক, এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট ফিচার।

ল্যাপটপটি বর্তমানে ১৫ দশমিক ৬ ও ১৭ দশমিক ৩ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসপ্লেতে পাওয়া যাচ্ছে।  এর দাম ধরা হয়েছে যথাক্রমে ১০৫,০০০ ও ১১০,০০০ টাকা।

আনিকা জীনাত

*

*

Related posts/