HP Banner
Maintance

নতুনরূপে অ্যাপস্টোর সিরি, আইওএস ১১ মিলবে যেসব ডিভাইসে

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০৯:১৮ - আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০৭:৪৭

apple-iOS-11-release-techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কয়েক মাস বেটা টেস্টিংয়ের পরে অবশেষে মঙ্গলবার থেকে গ্রাহকদের কাছে পৌঁছাতে শুরু করেছে অ‍্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ১১।

টেক জায়ান্টটির প্রায় ২০টি ডিভাইসে মিলবে নতুন এই আপডেট। এতে যুক্ত করা হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, উন্নত ক‍্যামেরা ও এআর অ‍্যাপ।

নতুন সংস্করণে অ্যাপলের ভার্চুয়াল সহকারী অ্যাপ সিরিকে পাওয়া যাবে নতুন রূপে। সিরির নতুন ভয়েস কমান্ড আরো বেশি আকষর্ণীয় করা হয়েছে। এছাড়া সিরিতে যুক্ত করা হয়েছে অনুবাদ করার সুবিধা। ফলে সিরি ইংরেজি থেকে পাঁচটি ভাষায় ভয়েস কমান্ডের সাহায‍্যে অনুবাদক হিসেবে কাজ করতে পারবে।

এছাড়া অ্যাপল সম্পূর্ণ নতুর রূপে তাদের অ্যাপ্লিকেশনের বাজার সাজিয়েছে। মোট কথা অ্যাপস্টোরটিকে রিডিজাইন করা হয়েছে। যুক্ত করা হয়েছে নতুন ইউজার ইন্টারফেস।

নতুন সংস্করণে অ্যাপ্লিকেশন, গেইম ক্যাটাগরি আলাদাভাবে প্রদর্শিত হবে। ফলে সহজেই পছন্দের অ্যাপটি খুঁজে পাওয়া যাবে। অ্যাপ রিভিউয়ের ক্ষেত্রে ভিডিও’তে ফোকাস করা হয়েছে। আইওএস ১-এর ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

অ‍্যাপলের যে ফোনগুলো আপডেট পাবে তার তালিকা দেয়া হলো

আইফোন ১০
আইফোন ৮ ও ৮ প্লাস
আইফোন ৭ ও ৭ প্লাস
আইফোন ৬ ও ৬প্লাস
আইফোন ৬এস ও ৬এসপ্লাস
আইফোন ৫এক্স
আইফোন এসই

অ‍্যাপলের ট‍্যাবলেট সিরিজ আইপ‍্যাড যে ডিভাইসগুলো পাবে আপডেট

আইপ‍্যাড প্রো ৯.৭
আইপ‍্যাড প্রো ১০.৫
আইপ‍্যাড প্রো ১২.৯
আইপ‍্যাড প্রো ৯.৭
আইপ‍্যাড এয়ার ২
আইপ‍্যাড এয়ার
আইপ‍্যাড মিনি ৪, ৩ এবং ২
আইপড টাচ (সিক্স জেনারেশন)

তবে আপডেট পাচ্ছে না আইপ‍্যাড ৪, আইফোন ৫ এবং আইফোন ৫সি ডিভাইসগুলো।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

সর্বাধিক পঠিত