Maintance

মুক্তিযুদ্ধ নিয়ে গেইমের উম্মোচন হচ্ছে বিকালে

প্রকাশঃ ১:২৪ অপরাহ্ন, মার্চ ২৬, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১:২৪ অপরাহ্ন, মার্চ ২৬, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গেইম তৈরিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেশের প্রযুক্তিবিদরা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গেইম তৈরি করেছেন তারা। বিকালে উদ্বোধন হচ্ছে আরও একটি গেইম। ‘লিবারেশন ৭১’ নামের গেইমটি তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের কাহিনীকে ঘিরে।

গেইমটি তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে। এটি ফার্স্ট পারসন শ্যুটার গেইম। এতে ১৫টি মিশন থাকবে। মূল চরিত্রে থাকবেন মুক্তিযোদ্ধারা।

গেইমটি তৈরি করছে টিম-৭১। এটির  আলফা ভার্সন উন্মোচনের মাধ্যমে গেইম প্রস্তুতকারক দলটিও আত্মপ্রকাশ করবে।

trem71_techshohor

টিম ‘৭১ দাবি করছে দেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ফার্স্ট পারসন শ্যুটার গেম হবে ‘লিবারেশন ‘৭১’।

তরুণ প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে এবং তাদের মাঝে মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনাকে জাগিয়ে তোলার লক্ষ্যে গেইমটি তৈরি করা হয়েছে বলে জানান টিম’৭১।

*

*

Related posts/