Maintance

দেশে উবারের প্রিমিয়াম সেবা চালু

প্রকাশঃ ৩:১১ অপরাহ্ন, সেপ্টেম্বর ১৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫০ অপরাহ্ন, সেপ্টেম্বর ১৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যাত্রীদের জন্য দেশে প্রিমিয়াম সেবা চালু করেছে উবার। পাইলট হিসেবে প্রিমিয়াম সেবাটি চালু করা হয়েছে।

প্রিমিয়াম সেবায় যাত্রীদের জন্য ভালো মানের সেডান গাড়ি রাখা হচ্ছে। একই সঙ্গে প্রশিক্ষিত ড্রাইভার থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে সেবাটি নিতে গেলে যাত্রীদের আগের চেয়ে একটু বেশি ভাড়া গুনতে হবে।

ঢাকায় উবারের জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন, উবারে সব সময় প্রযুক্তির ব্যবহার ও স্থানীয়ভাবে উপযুক্ত প্রোডাক্টের মাধ্যমে যাত্রীদের আরও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার প্রচেষ্টা করা হয়। এজন্যই আমরা অনুপ্রাণিত হয়ে উবার প্রিমিয়ার চালু করেছি। এর মাধ্যমে যাত্রীদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের মতো অভিজ্ঞতা দিতে সক্ষম হবো।

uber-techshohor

Symphony 2018

উবার প্রিমিয়ারে মিটিংয়ে যাওয়া, শপিং, পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করা, এয়ারপোর্টে যাওয়া বা অন্য যে উদ্দেশ্যে ভ্রমণের প্রয়োজন হোক না কেনো প্রিমিয়ার সেবায় যাত্রীদের সেসব চাহিদাকে মাথায় রাখা হয়েছে।

এই সেবায় যাত্রীরা প্রিমিয়াম কোয়ালিটির সেডান গাড়ি পাবেন, পাবেন বিশেষভাবে প্রশিক্ষিত চালক।

শুক্রবার থেকে উবারে নতুন ভাড়া কাঠামো করা হয়েছে। যেখানে উবার এক্স ও উবার প্রিমিয়ার রাইডের জন্য যাত্রীদের এখন থেকে ভাড়ার কমবেশি হবে। যেমন :

উবার প্রিমিয়াম সেবা পেতে অ্যাপ অন করে নিচের দিকে গাড়ির ধরন অপশনে থাকা প্রিমিয়াম সেবাটি নির্বাচন করতে হবে।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/